Ajker Patrika

বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগনির যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগনির যাবজ্জীবন

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ, বিক্রি ও ব্যবসার অপরাধে মামা-ভাগনির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু সাইদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আজিম শেখ (৫০) ও মোরশেদা বেগম (৩৭)। রায় ঘোষণা সময় আজিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আজিম শেখ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মৃত আব্দুল জব্বার শেখের ছেলে ও মোরশেদা বেগম একই এলাকার মো. রুবেল আকনের স্ত্রী। মোরশেদা বেগম আজিম শেখের বোনের মেয়ে। দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে আরও একটি মাদক মামলায় আজিম শেখের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি খুলনা থেকে কাটাখালিগামী একটি টেম্পো  থেকে আজিম শেখ ও মোরশেদা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আজিমের লুঙ্গিতে রাখা ৫০ গ্রাম ও মোরশেদার জুতার মধ্য থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোংলা উপপরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে আটক দুজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পর আদালত এ রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সীতা রানী দেবনাথ বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আদালতের এই রায় কারবার বন্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মিহির কুমার দেবনাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত