মাগুরা প্রতিনিধি
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা যাওয়ার পর প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট দ্বিতীয় দিনেও থামেনি। আজ শুক্রবার বেলা আড়াইটার পর বাড়িটির তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলে লোকজন। এমনকি বাড়ি থেকে গাছ কেটে নিয়ে যেতেও দেখা গেছে।
থানা-পুলিশ বলছে, লোকজন তাঁদের কথা শুনছে না। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা কথা শোনেননি।
জানা গেছে, ধর্ষণের ঘটনায় আট দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির মৃত্যুর খবর পেয়ে মামলা প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। রাত ৮টার পর বিক্ষুব্ধ জনতা বাড়িটির রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এরপর আদা পাকা বাড়িটির ইটের দেয়ালের ইট খুলতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল মুন্সি বলেন, ‘বাড়িটি অভিশপ্ত। ধর্ষকদের বাড়ি। তাই আমরা সবাই গুঁড়িয়ে দিচ্ছি। বাড়িটিতে মারা যাওয়া শিশুর নামে একটি মাদ্রাসা করার দাবি জানাই।’
আজ সরেজমিন দেখা যায়, বাড়িটিতে শুধু ভাঙচুর নয়, গাছও কেটে নিচ্ছে লোকজন। বাড়ির চারপাশে কিছু ছোট আমগাছ কেটে কেউ কেউ নিয়ে যান। বেলা ৩টা পর্যন্ত আসামির বাড়িটি ঘিরে লোকজনের উপস্থিতি ও ভাঙচুর চলতে দেখা যায়।
কাঠ নিয়ে যাওয়ার সময় সুজন মিয়া নামের একজন বলেন, ‘এগুলো পুড়িয়ে রান্না করে খাব। পাপীদের কোনো কিছু রাখা হবে না। সব পুড়িয়ে দেওয়া হবে।’
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উদ্বিগ্ন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি মোবাইল ফোন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজকে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। তবু তারা কথা শোনেননি।’
এর আগে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির গতকাল এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা যাওয়ার পর প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট দ্বিতীয় দিনেও থামেনি। আজ শুক্রবার বেলা আড়াইটার পর বাড়িটির তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলে লোকজন। এমনকি বাড়ি থেকে গাছ কেটে নিয়ে যেতেও দেখা গেছে।
থানা-পুলিশ বলছে, লোকজন তাঁদের কথা শুনছে না। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা কথা শোনেননি।
জানা গেছে, ধর্ষণের ঘটনায় আট দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির মৃত্যুর খবর পেয়ে মামলা প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। রাত ৮টার পর বিক্ষুব্ধ জনতা বাড়িটির রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এরপর আদা পাকা বাড়িটির ইটের দেয়ালের ইট খুলতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল মুন্সি বলেন, ‘বাড়িটি অভিশপ্ত। ধর্ষকদের বাড়ি। তাই আমরা সবাই গুঁড়িয়ে দিচ্ছি। বাড়িটিতে মারা যাওয়া শিশুর নামে একটি মাদ্রাসা করার দাবি জানাই।’
আজ সরেজমিন দেখা যায়, বাড়িটিতে শুধু ভাঙচুর নয়, গাছও কেটে নিচ্ছে লোকজন। বাড়ির চারপাশে কিছু ছোট আমগাছ কেটে কেউ কেউ নিয়ে যান। বেলা ৩টা পর্যন্ত আসামির বাড়িটি ঘিরে লোকজনের উপস্থিতি ও ভাঙচুর চলতে দেখা যায়।
কাঠ নিয়ে যাওয়ার সময় সুজন মিয়া নামের একজন বলেন, ‘এগুলো পুড়িয়ে রান্না করে খাব। পাপীদের কোনো কিছু রাখা হবে না। সব পুড়িয়ে দেওয়া হবে।’
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ উদ্বিগ্ন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি মোবাইল ফোন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ও আজকে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। বেশ কয়েকবার বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। তবু তারা কথা শোনেননি।’
এর আগে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির গতকাল এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে