Ajker Patrika

আলমডাঙ্গার ১৩ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৬: ৫৬
আলমডাঙ্গার ১৩ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউপিরৎ চেয়ারম্যান শেখ আসাদুল হক, ভাংবাড়িয়া ইউপির সোহানুর রহমান, চিৎলা ইউনিয়নের হাসানুজ্জামান সরোয়ার, হারদী ইউনিয়নের আশিকুজ্জামান, জেহালা ইউপির সিলন আলী, কুমারী ইউপির আবু সাইদ, জামজামী ইউপির নজরুল ইসলাম, খাদিমপুর ইউপির মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, খাসকররা ইউপির তাফসির আহমেদ, বাড়াদী ইউপির তবারক হোসেন, বেলগাছী ইউপির মাহমুদুল হাসান, গাংনী ইউনিয়নের এমদাদুল হক ও ডাউকী ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম। 

শপথ পাঠের আগে জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদন করতে হবে। আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়নকাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উতরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’ 

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত