চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউপিরৎ চেয়ারম্যান শেখ আসাদুল হক, ভাংবাড়িয়া ইউপির সোহানুর রহমান, চিৎলা ইউনিয়নের হাসানুজ্জামান সরোয়ার, হারদী ইউনিয়নের আশিকুজ্জামান, জেহালা ইউপির সিলন আলী, কুমারী ইউপির আবু সাইদ, জামজামী ইউপির নজরুল ইসলাম, খাদিমপুর ইউপির মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, খাসকররা ইউপির তাফসির আহমেদ, বাড়াদী ইউপির তবারক হোসেন, বেলগাছী ইউপির মাহমুদুল হাসান, গাংনী ইউনিয়নের এমদাদুল হক ও ডাউকী ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম।
শপথ পাঠের আগে জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদন করতে হবে। আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়নকাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উতরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউপিরৎ চেয়ারম্যান শেখ আসাদুল হক, ভাংবাড়িয়া ইউপির সোহানুর রহমান, চিৎলা ইউনিয়নের হাসানুজ্জামান সরোয়ার, হারদী ইউনিয়নের আশিকুজ্জামান, জেহালা ইউপির সিলন আলী, কুমারী ইউপির আবু সাইদ, জামজামী ইউপির নজরুল ইসলাম, খাদিমপুর ইউপির মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, খাসকররা ইউপির তাফসির আহমেদ, বাড়াদী ইউপির তবারক হোসেন, বেলগাছী ইউপির মাহমুদুল হাসান, গাংনী ইউনিয়নের এমদাদুল হক ও ডাউকী ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম।
শপথ পাঠের আগে জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদন করতে হবে। আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়নকাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উতরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
২ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
২ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
২ ঘণ্টা আগে