Ajker Patrika

মেহেরপুরে বাস ও ভ্যানের সংঘর্ষ, নিহত ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪১
মেহেরপুরে বাস ও ভ্যানের সংঘর্ষ, নিহত ১

মেহেরপুরের গাংনীতে বাস ও ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক বুলবুল হোসেন (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার ও কয়েকজন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাংনী উপজেলার চ্যাংড়া ফতাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাসের হেলপার নাহিদ হাসান (২৮) এবং যাত্রী জুলফিকার আলী (১৮), আবু বক্কর (১৯) ও তবিবুর রহমান (৮)। 

প্রত্যক্ষদর্শী জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস চেংগাড়া বাজারের অদূরে একটি কালভার্টের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার সময় বাসটি একটু নিচু জায়গায় পড়ে কাত হয়ে গেলে হেলপার ও কয়েকজন যাত্রী আহত হন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারুক হোসেন বলেন, ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক বুলবুল হোসেন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক পলাতক রয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত