Ajker Patrika

দেবহাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৪: ০১
দেবহাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

সাতক্ষীরার দেবহাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুজ্জামান সোনা (৩৩) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুজ্জামান সোনা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। তিনি মৎস্যঘের ব্যবসায়ী ও মোটরসাইকেলের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় আশরাফুজ্জামান সোনা মোটরসাইকেল চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করে সামনে গেলে সংঘর্ষ ঘটে। 

ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। পরে দেবহাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আশরাফুজ্জামানকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, মরদেহটি থানায় আছে। এ বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত