যশোর প্রতিনিধি
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশির ভিডিও ধারণকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল-পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন রেল-পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
রেল পুলিশের আহত সদস্যরা হলেন—মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক এবং মো. মমিন।
রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে শুরু করেন। এ সময় মমিন হোসেন নামে একজন রেল-পুলিশ ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রেল পুলিশের দুজন সদস্য আহত হন। পরে আরও একজন রেলপুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের আরএসবি মো. মমিনকে তাঁদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী বলেন, ‘সাদা পোশাকের একজন লোক বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলেন। তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে তাঁর আইডি কার্ড চাইলে তিনি সেটাও দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘ঘটনাটি ঘটার পরে রেলওয়ে পুলিশের খুলনা পুলিশ সুপার ঘটনাস্থলে যান। আমিও তাঁর সঙ্গে ছিলাম। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি।’
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশির ভিডিও ধারণকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল-পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন রেল-পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
রেল পুলিশের আহত সদস্যরা হলেন—মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক এবং মো. মমিন।
রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে শুরু করেন। এ সময় মমিন হোসেন নামে একজন রেল-পুলিশ ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রেল পুলিশের দুজন সদস্য আহত হন। পরে আরও একজন রেলপুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের আরএসবি মো. মমিনকে তাঁদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী বলেন, ‘সাদা পোশাকের একজন লোক বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলেন। তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে তাঁর আইডি কার্ড চাইলে তিনি সেটাও দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘ঘটনাটি ঘটার পরে রেলওয়ে পুলিশের খুলনা পুলিশ সুপার ঘটনাস্থলে যান। আমিও তাঁর সঙ্গে ছিলাম। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৮ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে