যশোর প্রতিনিধি
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশির ভিডিও ধারণকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল-পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন রেল-পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
রেল পুলিশের আহত সদস্যরা হলেন—মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক এবং মো. মমিন।
রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে শুরু করেন। এ সময় মমিন হোসেন নামে একজন রেল-পুলিশ ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রেল পুলিশের দুজন সদস্য আহত হন। পরে আরও একজন রেলপুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের আরএসবি মো. মমিনকে তাঁদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী বলেন, ‘সাদা পোশাকের একজন লোক বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলেন। তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে তাঁর আইডি কার্ড চাইলে তিনি সেটাও দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘ঘটনাটি ঘটার পরে রেলওয়ে পুলিশের খুলনা পুলিশ সুপার ঘটনাস্থলে যান। আমিও তাঁর সঙ্গে ছিলাম। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি।’
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশির ভিডিও ধারণকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল-পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন রেল-পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
রেল পুলিশের আহত সদস্যরা হলেন—মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক এবং মো. মমিন।
রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে শুরু করেন। এ সময় মমিন হোসেন নামে একজন রেল-পুলিশ ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রেল পুলিশের দুজন সদস্য আহত হন। পরে আরও একজন রেলপুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের আরএসবি মো. মমিনকে তাঁদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী বলেন, ‘সাদা পোশাকের একজন লোক বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলেন। তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে তাঁর আইডি কার্ড চাইলে তিনি সেটাও দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘ঘটনাটি ঘটার পরে রেলওয়ে পুলিশের খুলনা পুলিশ সুপার ঘটনাস্থলে যান। আমিও তাঁর সঙ্গে ছিলাম। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি।’
আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।
৩ মিনিট আগেধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১৬ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১৭ মিনিট আগে