মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মো. নিপুল মোল্লা (৩৭) নামের এক ইটভাটা শ্রমিকের গোয়ালঘরে গতকাল শুক্রবার রাতে আগুন লেগে একটি গাভি ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। এই ঘটনার শোকে ওই রাতেই ভুক্তভোগীর বাবা ময়েন মোল্লার (৬৫) মৃত্যু হয়েছে।
আগুন লাগার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে গোয়ালঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ময়েন মোল্লা ওই গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্লার ছেলে। তাঁর তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন নিপুল মোল্লা। সেই কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে একটি গাভি ও চারটি ছাগলের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ছেলের বড় ক্ষতি হয়ে গেল বলে কান্না করতে করতে ময়েন মোল্লা অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে নিপুল মোল্লা জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেন। কিছুক্ষণ পর হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছি। রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিয়েছি।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল। ইউএনও বলেন, ‘বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করা হবে।’
মাগুরার মহম্মদপুরে মো. নিপুল মোল্লা (৩৭) নামের এক ইটভাটা শ্রমিকের গোয়ালঘরে গতকাল শুক্রবার রাতে আগুন লেগে একটি গাভি ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। এই ঘটনার শোকে ওই রাতেই ভুক্তভোগীর বাবা ময়েন মোল্লার (৬৫) মৃত্যু হয়েছে।
আগুন লাগার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে গোয়ালঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ময়েন মোল্লা ওই গ্রামের মৃত আয়েন উদ্দিন মোল্লার ছেলে। তাঁর তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন নিপুল মোল্লা। সেই কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে একটি গাভি ও চারটি ছাগলের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ছেলের বড় ক্ষতি হয়ে গেল বলে কান্না করতে করতে ময়েন মোল্লা অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে নিপুল মোল্লা জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেন। কিছুক্ষণ পর হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছি। রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিয়েছি।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল। ইউএনও বলেন, ‘বাবুখালী ইউনিয়নের চর মাধবপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করা হবে।’
কুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১৩ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৩০ মিনিট আগেবিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে