Ajker Patrika

ইবিতে প্রথমবারের মতো সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০০: ০৮
ইবিতে প্রথমবারের মতো সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো বিজ্ঞান চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার রুমে অলিম্পিয়াডটি শুরু হয়। অলিম্পিয়াডে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল দৈনিক আজকের পত্রিকা। 

সায়েন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহাজাহান আলী ও অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৬টি বিভাগসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের ২০ টির ও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি দুটি পর্বে ভাগ করে করা হয়েছে। প্রথম পর্বে ‘সায়েন্স অলিম্পিয়াড’ ও দ্বিতীয় পর্বে ‘ট্রেজার হান্ট’। 

প্রথম পর্বে সায়েন্স অলিম্পিয়াডে তিনটি ক্যাটাগরিতে (বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল) অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরি থেকে তিনজন করে মোট নয়জন বিজয়ীকে ক্রেস্ট, টি-শার্ট, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে। সেই সঙ্গে অলিম্পিয়াডে অংশ নেওয়া সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 

দ্বিতীয় পর্বে ট্রেজার হান্ট প্রতিযোগিতায় প্রতি গ্রুপে চারজন করে মোট ১০টি গ্রুপ অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় সবার আগে ট্রেজার খুঁজে বের করে জয়লাভ করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের টিম ‘মেটাফোর’। 

ট্রেজার হান্ট প্রতিযোগিতায় বিজয়ী দলের দলনেতা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী উম্মে হাবীবা মাহিম বলেন, ‘দশটি টিমকে পেছনে ফেলে জয়লাভ করেছি টিমওয়ার্কের জন্য। এ ধরনের ভিন্নধর্মী আয়োজন আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম। আয়োজকদের ধন্যবাদ এমন দারুণ আয়োজনের জন্য।’ 

অনুভূতি জানতে চাইলে অলিম্পিয়াডে অংশগ্রহণ নিতে আসা ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদিল সরকার মাহির বলে, ‘এ প্রতিযোগিতা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমি এখানে শিখতে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে পরীক্ষা দেওয়া আমার জন্য এক দারুণ অনুভূতি। যা আমার ভবিষ্যতে কাজে দেবে।’ 

এ বিষয়ে সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রথমবারের মতো অলিম্পিয়াডের আয়োজন করে যে সাড়া পেয়েছি, তা আমাদের সাহস জুগিয়েছে। ভবিষ্যতে এমন ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত