Ajker Patrika

মোল্লাহাটে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তুষার মল্লিক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃতের স্ত্রী ও শিশু পুত্র আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া খুলনা-মাওয়া মহাসড়কের সাগর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুষার মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক (৩৬) ও তাদের শিশু পুত্র কুষাণ মল্লিক (৭)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামে। 

আহতদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যাত্রা করেন তাঁরা। মন্দিরের পদাবলী কীর্তন অনুষ্ঠানে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুপুত্রসহ ওই দম্পতি গুরুতর আহত হয়।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তুষার মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত