ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসক থেকে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সকলে মিলে পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল ও আশপাশের এলাকা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও সুশীল সমাজ।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকেরা হাতপাতালের অভ্যন্তরের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ও অফিসারদের নিয়ে পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে আগের দিনের ময়লার স্তূপ অপসরণ করতে দেখা যায়।
জানা গেছে, সেবার মান ভালো হওয়ায় ফকিরহাটসহ আশপাশের উপজেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অতিরিক্ত রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনের ফেলা আবর্জনা অপসারণে হিমশিম খেতে হয় হাসপাতালের তিনজন পরিচ্ছন্ন কর্মীকে। ফলে নোংরা পরিবেশ থেকে হাসপাতালকে রক্ষা করতে সকলে মিলে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসা নিতে আসা আকলিমা খাতুন, নয়ন শেখ, আরতী রানী কুণ্ড, ঝুমা দাশসহ কয়েক জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হাসপাতালের বর্তমান পরিষ্কার পরিবেশ দেখে তাঁদের খুবই ভালো লাগছে। ইনডোর, আউটডোর ও আশপাশের আবর্জনা নিয়মিত অপসারণের ফলে মশা-মাছির উপদ্রব কমে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২টি পদের মধ্যে ৪৫টি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম বলেন, ‘সেবার মান ঠিক রাখতে এবং রোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আমরা সকলে মিলে কাজ করছি। অভ্যন্তরীণ মিটিং করে এ উদ্যোগ নিয়েছি। ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই মিলে হাসপাতালকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ করছি।’
সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসক থেকে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সকলে মিলে পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল ও আশপাশের এলাকা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও সুশীল সমাজ।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকেরা হাতপাতালের অভ্যন্তরের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ও অফিসারদের নিয়ে পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে আগের দিনের ময়লার স্তূপ অপসরণ করতে দেখা যায়।
জানা গেছে, সেবার মান ভালো হওয়ায় ফকিরহাটসহ আশপাশের উপজেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অতিরিক্ত রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনের ফেলা আবর্জনা অপসারণে হিমশিম খেতে হয় হাসপাতালের তিনজন পরিচ্ছন্ন কর্মীকে। ফলে নোংরা পরিবেশ থেকে হাসপাতালকে রক্ষা করতে সকলে মিলে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসা নিতে আসা আকলিমা খাতুন, নয়ন শেখ, আরতী রানী কুণ্ড, ঝুমা দাশসহ কয়েক জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হাসপাতালের বর্তমান পরিষ্কার পরিবেশ দেখে তাঁদের খুবই ভালো লাগছে। ইনডোর, আউটডোর ও আশপাশের আবর্জনা নিয়মিত অপসারণের ফলে মশা-মাছির উপদ্রব কমে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২টি পদের মধ্যে ৪৫টি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম বলেন, ‘সেবার মান ঠিক রাখতে এবং রোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আমরা সকলে মিলে কাজ করছি। অভ্যন্তরীণ মিটিং করে এ উদ্যোগ নিয়েছি। ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই মিলে হাসপাতালকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ করছি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আব্দুর রশিদ জিতু, মো. শাকিল আলী ও তৌহিদুল ইসলাম নিবিড় ভূঞার নেতৃত্বে ১৮ সদস্যের ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট)
১ মিনিট আগেঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এই শিক্ষার্থীর মা তাঁর সন্তানসহ শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলের কাছে সেই নিশ্চয়তা চান।
২৩ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ভাঙন ভয়াল রূপ নিচ্ছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে তিন গ্রামের অন্তত ২ কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন হচ্ছে। আরেকটি গ্রামেও ভাঙন কিছুটা শুরু হয়েছে। এসব গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম কুমুল্লী গ্রাম। নদীভাঙনে গ্রামগুলোর একের পর এক বসতঘর এবং ফসলি জমি নদীতে বিল
৩০ মিনিট আগেতিনদফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ মশাল মিছিল করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে তাঁরা এ মিছিল করেন।
৩৮ মিনিট আগে