Ajker Patrika

অভয়নগরে ইউপি সদস্য হত্যা মামলার দুই আসামি রিমান্ডে

প্রতিনিধি
অভয়নগরে ইউপি সদস্য হত্যা মামলার দুই আসামি রিমান্ডে

অভয়নগর (যশোর): যশোর অভয়নগর উপজেলার ইউপি সদস্য নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের বেঞ্চে পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।

আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ।

উল্লেখ্য গত ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর থানা-পুলিশের ৭ মার্চের আনন্দ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তাঁর ছেলে ইব্রাহীম। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হন নিহত নুর আলীর ছেলে ইব্রাহিম। নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পর অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি ও একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে র্যাব-৬ সদস্যরা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন পলাতক থেকে গত ৮ জুন মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ আদালতে আত্মসমর্পণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত