খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর মধ্যে শনাক্তেরও শীর্ষে রয়েছে খুলনা জেলা। জেলায় শনাক্ত ৯৭ জন। কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।
স্বাস্থ্য বিভাগের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। মোট প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২২৭ জনের।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩০ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন মোট ৮১৯ জন। অপরদিকে প্রাণহানির সংখ্যায় সবচেয়ে কম ঘটেছে সাতক্ষীরা জেলায়, ৮৯ জনের।
খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর মধ্যে শনাক্তেরও শীর্ষে রয়েছে খুলনা জেলা। জেলায় শনাক্ত ৯৭ জন। কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।
স্বাস্থ্য বিভাগের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। মোট প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২২৭ জনের।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩০ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন মোট ৮১৯ জন। অপরদিকে প্রাণহানির সংখ্যায় সবচেয়ে কম ঘটেছে সাতক্ষীরা জেলায়, ৮৯ জনের।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৪ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগে