Ajker Patrika

ওএমএসের চাল নিতে ভোর রাতে দীর্ঘ লাইন

প্রতিনিধি, অভয়নগর (যশোর)
ওএমএসের চাল নিতে ভোর রাতে দীর্ঘ লাইন

যশোরের অভয়নগরে বৃষ্টিকে উপেক্ষা করে ন্যায্য মূল্যে খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে ভোর রাত থেকে দীর্ঘ লাইন দেখা গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ওএমএসের চাল ও আটা কেনার জন্য লকডাউন এবং বৃষ্টিকে উপেক্ষা করে কর্মহীন নিম্ন আয়ের মানুষের ছিল দীর্ঘ লাইন। 

জানা যায়, প্রতিদিনের বরাদ্দকৃত চাল, আটা দুপুরের আগেই বিক্রি হয়ে যাওয়ায় ফিরে যেতে হয় অনেকেরই। তাদের মতে, চাহিদার তুলনায় পণ্য বরাদ্দ কম থাকায় বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই পণ্য না কিনে বাড়ি ফিরে যেতে হয়েছে। 

উপজেলার গুয়াখোলা গ্রামের মো. গোলাম রসুল বলেন, গতদিন বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও চাল ও আটা কিনতে পারিনি। তাই আজ ভোর ৪টার সময় এসে বসে আছি। 

ডিলার মো. দেলু সরদার বলেন, আমাদের এখানে চাহিদার তুলনায় বরাদ্দ কম। তাই প্রতিদিনই অনেককে চাল, আটা না নিয়েই ফিরে যেতে হয়। আমরা এরই মধ্যে কর্তৃপক্ষের কাছে বরাদ্দ বাড়ানোর কথা বলেছি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ডিলারদের চাহিদার তুলনায় বরাদ্দ কম হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত