Ajker Patrika

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির যশোর

­যশোর প্রতিনিধি
যশোরের মনিহার চৌরাস্তা এলাকায় আজ বুধবার দুপুরের সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
যশোরের মনিহার চৌরাস্তা এলাকায় আজ বুধবার দুপুরের সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের মনিহার চৌরাস্তা এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যশোরের সঙ্গে আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যানজটে স্থবির হয়ে পড়ে পুরো শহর।

এর আগে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। পরে মিছিল নিয়ে মনিহার চত্বরে আসেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্য ঘটনাস্থলে থাকতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সপেক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা।

সরেজমিনে দেখা গেছে, যশোরে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মনিহার স্ট্যান্ড। এখান থেকে দেশের সব জেলার দূরপাল্লার বাস ছাড়ে। সমগ্র মনিহার এলাকা শিক্ষার্থীরা হাতে হাত রেখে অবরোধ করে রাখায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে চলা এই অবরোধে দেশের সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ পরিবহনে বসে থাকতে দেখে নানা ভোগান্তি লক্ষ করা গেছে যাত্রীদের। রিকশা, অটোরিকশা আটকে দেওয়ার কারণে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দাবিতে মনিহার এলাকা অবরোধ করেছে। এতে চারটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে কথা বলছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত