Ajker Patrika

খুলনায় ২০০ টাকায় ৩০০ গ্রাম গরু মাংস

খুলনা প্রতিনিধি
খুলনায় ২০০ টাকায় ৩০০ গ্রাম গরু মাংস

খুলনায় নিম্ন আয়ের মানুষের কাছে ২০০ টাকা ৩০০ গ্রাম গরুর মাংস (হাড় ও চর্বি ছাড়া), ১০০ টাকায় ৫০০ গ্রাম মুরগির মাংস বিক্রি করছে পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থীরা। গত ২৬ মার্চ থেকে মহানগরীতে এই কার্যক্রম শুরু হয়েছে। 

নিম্ন আয়ের মানুষের মাংসের চাহিদা পূরণ করতে সংগঠনটির এই কার্যক্রম। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে অল্প দামে মাংস বিক্রি করতে উদ্বুদ্ধ করছেন সংগঠনের সদস্যরা। ফলে সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। 

সংগঠনের সদস্য মো. আল মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা সামাজিক কর্মকাণ্ড করে আসছি। তারই অংশ হিসেবে এই কার্যক্রম। এবারের প্রজেক্টর নাম সাধ্যের মধ্যে। এবার সবকিছুর দাম বাড়তি, মাংস তো স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।’ 

তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ ভারতে ১০০ গ্রাম ও ২০০ গ্রাম করে মাংস বিক্রি হয়। কিন্তু আমাদের এখানে সেই সুযোগ নেই। হাড় চর্বি ছাড়া গরুর মাংসের কেজি ৯০০ টাকা। মুরগি বয়লার ২৮০ টাকা। এক কেজি বা ৫০০ গ্রামের কম গরুর মাংস বিক্রি হয় না। বয়লার মুরগিও এক কেজির কম পাওয়া যায় না। যে কারণে নিম্ন আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। তাদের কথা চিন্তা করে ৩০০ গ্রাম গরুর মাংস (হাড় চর্বি ছাড়া) ২০০ টাকা এবং মুরগি ৫০০ গ্রাম ১০০ টাকায় বিক্রি করছি। কম দামে মাংস কিনতে পেরে খুশি নিম্ন আয়ের ক্রেতারা।’ 

মো. আল মাসুম বিল্লাহ আরও বলেন, ‘প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে মাংস বিক্রি হবে। গতকাল নগরীর বাগমারা এলাকায় ৭ কেজি গরুর মাংস এবং ১০ কেজি মুরগির মাংস বিক্রি হয়েছে।’ তাদের এই কার্যক্রম চলবে রমজান মাস জুড়ে। তিনি মাংস বিক্রেতাদের প্রতি এইভাবে মাংস বিক্রির আহ্বান জানান। 

খুলনা পাবলিক কলেজের সামনে স্বল্পমূল্যের মাংসের দোকানে দাঁড়িয়ে কথা হয় ফাতেমা বেগম নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন ৩০০-৪০০ টাকা ইনকাম হয়। অল্প আয়ের কারণে মাংস কেনা হয় না। অল্প দামে মাংস কিনতে পেরে ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত