চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৪ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৭ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৭ মিনিট আগে