Ajker Patrika

বৃদ্ধ হাফিজুরের মরদেহ কোথায় পৌঁছাবে

প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর) 
বৃদ্ধ হাফিজুরের মরদেহ কোথায় পৌঁছাবে

যশোরের বাঘারপাড়ায় হাফিজুর আহম্মেদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বাজারের একটি বন্ধ দোকানের সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর আহম্মেদ গত চার বছর ধরে বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজারে ভিক্ষা করতেন এবং বাজারে খোলা আকাশের নিচে একাই রাত যাপন করতেন। কয়েক বছর ধরে ছাতিয়ানতলা বাজারে ভিক্ষা করতেন। থাকতেনও এখানেই। সকালে বাজারে এসে একটি বন্ধ দোকানের সামনে বসে থাকতেও দেখা গেছে তাঁকে। কিন্তু পরে হঠাৎ তাঁকে সেখানেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

তবে তাঁর স্থায়ী ঠিকানা কোথায় তা নিয়ে দুই রকমের তথ্য পাওয়া গেছে। এ জন্য তাঁর মরদেহ পৌঁছানো নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

স্থানীয় চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলুকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন। সেখানে তিনি মৃত হাফিজুর আহম্মেদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র পান, যেখানে মাগুরার শ্রীপুর উপজেলার মকরদম খোলা গ্রামের ঠিকানা দেওয়া আছে। অপরদিকে, কাছে থাকা একটি ডায়েরিতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মাচাহরগঞ্জ গ্রামের ঠিকানা দেওয়া রয়েছে। কিন্তু দুই জায়গা থেকে এখন পর্যন্ত কেউ তাঁকে শনাক্ত করেন নি। 

চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু বলেন, ‘তাঁর আসল পরিচয় এবং ঠিকানা বের করতে আমি চেষ্টা চালাচ্ছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা দিয়েছি। কেউ যদি তাঁর আসল ঠিকানা পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যেন তাঁর পরিবারের কাছে মরদেহটি পৌঁছানো যায়। তাঁর মরদেহ ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়েছে।’ 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘আমার কাছে এমন কোনো খবর আসেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত