চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তাঁর ছেলে লাল্টু (২৬)।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।
এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তাঁর ছেলে লাল্টু (২৬)।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়। মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০৫ জনসহ মোট ১৪১ জনকে এজাহারভুক্ত করা হয়।
এরপর বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অপরাধীদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তারের সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি আখলুছ মিয়া মাহিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে দিয়ে ১৫ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে। জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।
১ ঘণ্টা আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার অংশে গত এক মাসে এই গুরুত্বপূর্ণ সড়কে অন্তত ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬ জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন।
১ ঘণ্টা আগে