বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে