Ajker Patrika

বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১৬: ০৮
বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

যশোরের বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন সোহান নামে মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী।

গতকাল মঙ্গলবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে মারা যান সুজন। এর আগে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পৌরসভার পাচুয়া বাঁওড় রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

সুজন বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের কাদেরের ছেলে।

বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন্নাহার আন্না জানান, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে ঈদ আনন্দ করছিলেন সুজন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় সুজন ও তাঁর বন্ধু। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সুজন।

বেনাপোল বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অসতর্ক হয়ে মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনায় সুজনের প্রাণ যায়।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত