দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে দিয়ে তালাক করিয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে সালাহউদ্দিন (২৫)।
নিহতের ছোট ভাই মাটিকুমড়া গ্রামের আক্তার হাসেন সরদার জানান, তাঁর বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সালাউদ্দিনের। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে কয়েকবার সালিস হয়েছে। এর পরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করতেন। কখনো তাঁকে গাছের ওপর উঠে বসে থাকতে দেখা গেছে।
আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন আজগার ভাই। দিবাগত রাত ১টার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির ওপর দিয়ে তাঁকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ভাইয়ের চিৎকারে আমিসহ স্থানীয়রা ছুটে এসে ভাইকে রাত সোয়া ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান ভর্তি না নেওয়ায় আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ভোর ৫টার দিকে ভাই আজগার আলীর মৃত্যু হয়। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্বপরিকল্পিতভাবে সাবেক শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয় যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকেই ভিসা প্রস্তুত করে রেখেছেন। যেকোনো সময় তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় অভিযুক্ত সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে