ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ (৩৯) এবং হরিণাকুণ্ডু জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম (৩৬)। ঝিনাইদহ জেলা শহরের সার্কিট হাউস এলাকা এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুণ্ডুর আহাদনগর গ্রামের হানিফ আলী, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম হত্যার ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়।
নাঈম আহমেদ আরও বলেন, মামলার আসামি আবু সাঈদকে গতকাল রাতে জেলা শহরের সার্কিট হাউস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তা ছাড়া র্যাবের পৃথক দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করে। দুজনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হানিফ আলীর ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান এশা বলেন, ‘র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। এর মধ্যে আনারুল অস্ত্র, হত্যাসহ বিভিন্ন মামলায় ২২-২৩ বছর জেল খেটে তিন মাস আগে বের হন। ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন তিনি। ধারণা করছি, আমার ভাইয়ের হত্যার মূল পরিকল্পনাকারী সে।’
গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় দুই সহযোগীসহ সন্ত্রাসীদের গুলিতে খুন হন হানিফ আলী। নিহত অন্য দুজন হলেন তাঁর শ্যালক লিটন হোসেন ও কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম রাজু। রাতেই হত্যার দায় স্বীকার করে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে গণমাধ্যমকর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। যদিও এ বার্তা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি কর। গতকাল সোমবার সকালে নিহত হানিফের ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ (৩৯) এবং হরিণাকুণ্ডু জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম (৩৬)। ঝিনাইদহ জেলা শহরের সার্কিট হাউস এলাকা এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুণ্ডুর আহাদনগর গ্রামের হানিফ আলী, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম হত্যার ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়।
নাঈম আহমেদ আরও বলেন, মামলার আসামি আবু সাঈদকে গতকাল রাতে জেলা শহরের সার্কিট হাউস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তা ছাড়া র্যাবের পৃথক দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করে। দুজনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হানিফ আলীর ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান এশা বলেন, ‘র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। এর মধ্যে আনারুল অস্ত্র, হত্যাসহ বিভিন্ন মামলায় ২২-২৩ বছর জেল খেটে তিন মাস আগে বের হন। ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন তিনি। ধারণা করছি, আমার ভাইয়ের হত্যার মূল পরিকল্পনাকারী সে।’
গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় দুই সহযোগীসহ সন্ত্রাসীদের গুলিতে খুন হন হানিফ আলী। নিহত অন্য দুজন হলেন তাঁর শ্যালক লিটন হোসেন ও কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম রাজু। রাতেই হত্যার দায় স্বীকার করে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে গণমাধ্যমকর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। যদিও এ বার্তা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি কর। গতকাল সোমবার সকালে নিহত হানিফের ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে