Ajker Patrika

সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান মারা গেছেন

দেবহাটা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪২
সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান মারা গেছেন

দেবহাটার সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান (৫৮) আর নেই। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আলহাজ নূরালী খানের বড় ছেলে, কালীগঞ্জ উপজেলাধীন হিজলা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জব্বার গাজীর জামাতা, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিছ বানুর স্বামী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য, দায়িত্ববান কর্মবীর ও সামাজিক ব্যক্তিত্ব মো. মইনুদ্দিন খানের মৃত্যুতে পরিবার-পরিজন, কলেজের সহকর্মী, শিক্ষার্থী, প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মো. মইনুদ্দিন খান দেবী শহর শাহী জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীরহাট প্রগতি সংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী, দুই ছেলেমেয়ে, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দেবীশহর ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত