Ajker Patrika

বেনাপোলে মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

শনিবার (১৪ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহত স্বামী মনিরুজ্জামানের (৫৫) মরদেহ বাড়ির পাশের একটি আমড়াগাছে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী রেহেনা বেগমের (৪৮) মরদেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। রেহেনার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল।

স্থানীয় একটি পক্ষের দাবি, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা এবং হত্যার আগে ধর্ষণের শিকার হতে পারেন রেহেনা বেগম।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা দ্রুত তদন্ত করে হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান ও রেহেনা বেগম দুই সন্তানসহ বসবাস করতেন। কয়েক দিন আগে তাঁদের মেয়ের বিয়ে হয়। ছেলে দিনমজুরের কাজ করেন।

নিহত মনিরুজ্জামানের বোন ফাতেমা জানান, সন্তানসম্ভবা ভাতিজিকে দেখতে শুক্রবার তিনি ভাইয়ের বাড়িতে যান। রাতে ভাই ও ভাবি ঘরের মেঝেতে এবং তিনি খাটে ঘুমান। সকালে ঘুম ভাঙার পর তাদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে গাছে ভাইয়ের ঝুলন্ত মরদেহ এবং কিছুক্ষণ পর মাঠে ভাবির মরদেহ পাওয়া যায়। তিনি জানান, রাতে কোনো পারিবারিক অশান্তির ঘটনা ঘটেনি।

মনিরুজ্জামানের মেয়ে মনিরা বলেন, ‘আমার বাবা-মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই।’

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

উল্লেখ্য, গত ছয় দিনে বেনাপোল সীমান্ত এলাকা থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত