Ajker Patrika

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

পাইকগাছায় একের পর এক সাইবার ক্রাইম বেড়েই চলেছে। গতকাল শুক্রবার সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডিতে ছড়িয়ে দেওয়ায় প্রাক্তন স্বামী আবু সাঈদ বাপ্পি'কে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আবু সাঈদ বাপ্পি উপজেলার নোয়াকাটি গ্রামের মুজিবর শেখের ছেলে। 

মামলার বাদী ও মেয়ের বাবা সোহরাব শেখ বলেন, আমার মেয়ের সঙ্গে বাপ্পির ১৮ অক্টোবর ২০২০ তারিখে বিয়ে হয়। বিয়ের পর আমার মেয়ে জানতে পারে সে মাদকসেবী, চরিত্রহীন। একই সঙ্গে যৌতুকের জন্য চাপ দিত। তাই আমার মেয়ে গত ৩ জুলাই তাঁকে তালাক দেন। এরপর থেকে সে আমার মেয়েকে বিরক্ত করে আসছে। এমনকি স্বামী-স্ত্রী থাকা কালে অন্তরঙ্গ ছবি তাঁর নিজ ফোনে সাবেক স্ত্রীর নামে একটি ফেসবুক আইডি খুলে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি জানতে পেরে আবু সাঈদ বাপ্পিকে আসামি করে আমি পাইকগাছা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছি। 

সোহরাব শেখ আরও বলেন, মামলা করার পরপরই গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাপ্পিকে পুলিশ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। 

পাইকগাছা থানার ওসি এজাদ শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত