Ajker Patrika

চাকরিচ্যুতির হুমকি: শ্যামনগরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ৫৮
চাকরিচ্যুতির হুমকি: শ্যামনগরে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের গোপালপুর গ্রামে ভাড়া বাসায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

মৃত প্রধান শিক্ষকের নাম মো. আবুল বাসার (৫২)। তিনি উপজেলার কৈখালীর এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আবুল বাসার উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের সাবেক শিক্ষক এন্তাজ আলীর ছেলে। 

নিহতের ভাই মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুত্বপূর্ণ অপারেশনের কারণে কয়েক দিন ধরে আমার ভাই ছুটিতে ছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার দুপুরে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান কমিটির সভাপতির স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ হাতে পান। সেখানে অর্থ তছরুপের অভিযোগ এনে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছ থেকে আদায় হওয়া প্রায় পৌনে এক কোটি টাকা ফেরত না দিলে তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।’ 

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ‘আগামী ১২ জানুয়ারি একটি মামলায় প্রধান শিক্ষককে আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। এ ছাড়া চাকরি না পাওয়ায় কয়েকজন তাঁর কাছে টাকা ফেরত চেয়েছে বলেও জানতে পেরেছি। এসব ঘটনার জেরে হয়তো তিনি এমন কিছু করেছেন।’ 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বিদ্যালয়ের দুই শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল মজিদসহ বর্তমান সভাপতি প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে সরাতে নানা ষড়যন্ত্র করছে। আবুল বাসারকে অপসারণসহ মামলার হুমকি দিয়ে শোকজ করার মাধ্যমে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে।’ 

এ ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় অভিযোগ করবেন বলে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত