খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার দুই মাস পূর্তিতে ক্যাম্পাসে ‘শোকের গ্রাফিতি, এক দফার ডাক’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৫টায় কুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে গ্রাফিতি এঁকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। গ্রাফিতিতে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ কর’, ‘বাহ্ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার’, ‘ফ্রি প্যালেস্টাইন’সহ নানা বক্তব্য তুলে ধরেন।
এ ছাড়াও গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর ক্যাম্পাসে আঁকা গ্রাফিতি প্রশাসন মুছে দেয়। এ কারণে তাঁরা তাঁদের এক দফা দাবি কুয়েট ভিসির পদত্যাগের পক্ষে নানা গ্রাফিতি আবার ক্যাম্পাসের দেয়ালে তুলে ধরছেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁরা দেশবাসী ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চান যে, কুয়েটে ছাত্ররা ভালো নেই।
কুয়েট ক্যাম্পাসে ১৮ ফেব্রুয়ারি বহিরাগত ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সাধারণ শিক্ষার্থীরা কুয়েট ভিসি, প্রো-ভিসি, ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্ররাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ।
বন্ধের ৫২ দিন পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন। ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং আগামী ২ মে হল খুলে দেওয়া ও ৪ মে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৬ এপ্রিল ছয়টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্ররা।
অন্যদিকে, শিক্ষার্থীদের উপাচার্যের অপসারণের এক দফা দাবি প্রত্যাখ্যান করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারিও দিয়েছেন কুয়েট শিক্ষক সমিতির নেতারা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার দুই মাস পূর্তিতে ক্যাম্পাসে ‘শোকের গ্রাফিতি, এক দফার ডাক’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৫টায় কুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে গ্রাফিতি এঁকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। গ্রাফিতিতে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ কর’, ‘বাহ্ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার’, ‘ফ্রি প্যালেস্টাইন’সহ নানা বক্তব্য তুলে ধরেন।
এ ছাড়াও গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর ক্যাম্পাসে আঁকা গ্রাফিতি প্রশাসন মুছে দেয়। এ কারণে তাঁরা তাঁদের এক দফা দাবি কুয়েট ভিসির পদত্যাগের পক্ষে নানা গ্রাফিতি আবার ক্যাম্পাসের দেয়ালে তুলে ধরছেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁরা দেশবাসী ও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরতে চান যে, কুয়েটে ছাত্ররা ভালো নেই।
কুয়েট ক্যাম্পাসে ১৮ ফেব্রুয়ারি বহিরাগত ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সাধারণ শিক্ষার্থীরা কুয়েট ভিসি, প্রো-ভিসি, ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্ররাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ।
বন্ধের ৫২ দিন পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন। ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং আগামী ২ মে হল খুলে দেওয়া ও ৪ মে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৬ এপ্রিল ছয়টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্ররা।
অন্যদিকে, শিক্ষার্থীদের উপাচার্যের অপসারণের এক দফা দাবি প্রত্যাখ্যান করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারিও দিয়েছেন কুয়েট শিক্ষক সমিতির নেতারা।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে