যশোর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’
আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।
কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’
ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন
৭ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা মো. আব্বাস পাটওয়ারী (৩০) নিহত হয়েছেন। নিহত আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রামগতির হাজিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে প্রকাশ করা ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক অজ্ঞাতপরিচয় যুবক ইউসুফের দুই হাত চেপে ধরে রেখেছেন।
১০ মিনিট আগেফরিদপুরে ফরিদ খান (৫০) নামের এক কৃষক অপহরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনার এক সপ্তাহ পরে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। পুলিশ দাবি করছে, জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই কৃষক স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া উদ্ধার কৃষক বলেছেন, বোনের দেনার টাকা পরিশোধের জন্য অপর এক ব্যক্তির মাধ্যমে
১৪ মিনিট আগে