ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং সহকর্মীর মুক্তি চেয়ে এক নব দম্পতি নতুন জীবন শুরু করেছেন। বিয়ের মঞ্চেই বর-কনে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই দাবি তোলেন। এ সময় তাদের অন্য সহকর্মীরাও উপস্থিত ছিলেন। সবাই মিলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের স্লোগান দেন।
এই নবদম্পতি হলেন ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও একই উপজেলার চন্ডিপুর গ্রামের খলিলুর রহমানের কন্যা সুমাইয়া আফরিন। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। আজ বুধবার ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া গ্রামে তাদের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠিত হয়েছে।
মাহমুদুল হাসান হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক। তার স্ত্রী সুমাইয়া আফরিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা খাদিজাতুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কর্মী বলে জানা গেছে।
বর মাহমুদুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের রাজনৈতিক সহকর্মী খাদিজাতুল কুবরা দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় কারাগারে রয়েছেন। কুবরা কিডনি সমস্যায় ভুগছেন। অনেক চেষ্টা করেও তার জামিন হয়নি, কারণ এই আইনটি জামিন অযোগ্য। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে এই আইনে মামলা রাজনৈতিক কারণে ব্যবহার ও ভিন্নমত দমনে ক্ষমতাসীনদের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যে কারণে তারা এই আইনটি বাতিলের দাবি করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা দুজন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই নতুন জীবন শুরুটা করতে চেয়েছি এই নির্যাতনমূলক আইন বাতিল ও খাদিজার মুক্তির দাবি জানিয়ে। সব জুলুমের অবসানের মাধ্যমে গণমানুষের মুক্তির সংগ্রামে বিবেকবানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।’
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রকম একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বর-কনে উভয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা বিয়ের অনুষ্ঠানে এই প্রতিবাদের আয়োজন করেছেন। এতে তাদের কেউ বাঁধা দেয়নি, বরং উৎসাহ দিয়েছেন।
বরের মা দিলরুবা খাতুন জানান, ছেলে ও ছেলের বন্ধুরা এই প্রতিবাদের আয়োজন করেছে। এতে তারা মৌন সমর্থন দিয়েছেন। তাদের এক রাজনৈতিক সহকর্মী কারাগারে রয়েছে, তারাও ওই কর্মীর মুক্তির দাবি করেন।
এদিকে বউ ভাতের অনুষ্ঠানের পর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার বাসায় গেলে নববধূ সুমাইয়া আফরিন এর পিতা খলিলুর রহমান বলেন, ‘আমার মেয়ে এবং তার স্বামী মাহমুদুল হাসান বিয়ের আসরে কি করেছেন আমাদের জানা নেই। আর এ বিষয়ে এখন আমরা কোনো মন্তব্য করতে পারব না।’
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, ‘তাদের বিয়ের বিষয়ে বা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারা যে প্রতিবাদ জানিয়েছেন সেটা আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে মন্তব্য করতে পারব।’
ঝিনাইদহে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং সহকর্মীর মুক্তি চেয়ে এক নব দম্পতি নতুন জীবন শুরু করেছেন। বিয়ের মঞ্চেই বর-কনে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই দাবি তোলেন। এ সময় তাদের অন্য সহকর্মীরাও উপস্থিত ছিলেন। সবাই মিলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের স্লোগান দেন।
এই নবদম্পতি হলেন ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও একই উপজেলার চন্ডিপুর গ্রামের খলিলুর রহমানের কন্যা সুমাইয়া আফরিন। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। আজ বুধবার ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া গ্রামে তাদের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠিত হয়েছে।
মাহমুদুল হাসান হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক। তার স্ত্রী সুমাইয়া আফরিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা খাদিজাতুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কর্মী বলে জানা গেছে।
বর মাহমুদুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের রাজনৈতিক সহকর্মী খাদিজাতুল কুবরা দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় কারাগারে রয়েছেন। কুবরা কিডনি সমস্যায় ভুগছেন। অনেক চেষ্টা করেও তার জামিন হয়নি, কারণ এই আইনটি জামিন অযোগ্য। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে এই আইনে মামলা রাজনৈতিক কারণে ব্যবহার ও ভিন্নমত দমনে ক্ষমতাসীনদের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যে কারণে তারা এই আইনটি বাতিলের দাবি করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা দুজন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই নতুন জীবন শুরুটা করতে চেয়েছি এই নির্যাতনমূলক আইন বাতিল ও খাদিজার মুক্তির দাবি জানিয়ে। সব জুলুমের অবসানের মাধ্যমে গণমানুষের মুক্তির সংগ্রামে বিবেকবানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।’
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রকম একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বর-কনে উভয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা বিয়ের অনুষ্ঠানে এই প্রতিবাদের আয়োজন করেছেন। এতে তাদের কেউ বাঁধা দেয়নি, বরং উৎসাহ দিয়েছেন।
বরের মা দিলরুবা খাতুন জানান, ছেলে ও ছেলের বন্ধুরা এই প্রতিবাদের আয়োজন করেছে। এতে তারা মৌন সমর্থন দিয়েছেন। তাদের এক রাজনৈতিক সহকর্মী কারাগারে রয়েছে, তারাও ওই কর্মীর মুক্তির দাবি করেন।
এদিকে বউ ভাতের অনুষ্ঠানের পর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার বাসায় গেলে নববধূ সুমাইয়া আফরিন এর পিতা খলিলুর রহমান বলেন, ‘আমার মেয়ে এবং তার স্বামী মাহমুদুল হাসান বিয়ের আসরে কি করেছেন আমাদের জানা নেই। আর এ বিষয়ে এখন আমরা কোনো মন্তব্য করতে পারব না।’
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, ‘তাদের বিয়ের বিষয়ে বা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারা যে প্রতিবাদ জানিয়েছেন সেটা আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে মন্তব্য করতে পারব।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে