Ajker Patrika

মারামারিতে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
মারামারিতে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু

জমি নিয়ে মারামারির ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে শশী ভূষণ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেলে বেনাপোলে নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

বেনাপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মেয়াদ আলী বলেন, ‘শশী ভূষণের ছেলে বিপ্লব এবং একই গোত্রের মনি ঠাকুর ও বিনয় ঠাকুরদের মধ্যে জমিজমা মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মনি ঠাকুর, বিনয় ঠাকুর ও তাঁর ছেলেরা এ বিপ্লবকে মারধর করতে থাকলে, তাঁর বৃদ্ধ পিতা বাঁচাতে ছুটে আসে। এ সময় পড়ে গিয়ে আহত হয়ে মারা গেছেন বলে লোক মুখে জানতে পেরেছি।’ 

বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তিনি মারা গেছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত