Ajker Patrika

খুলনা বিভাগে আবারও মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি

প্রতিনিধি, খুলনা
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭: ৩০
খুলনা বিভাগে আবারও মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি

একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আবারও বৃদ্ধি পেয়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জনের। এর আগে শনিবার বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

আজ রোববার স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, বাগেরহাটে তিনজন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৯৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ২২৫ জনের। মারা গেছেন ৫০৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৬ জন।

এ ছাড়া বাগেরহাটে নতুন ১০২ জন, সাতক্ষীরায় ১০১ জন, যশোরে ১৫৩ জন, নড়াইলে ৩৭ জন, মাগুরায় ৫৯ জন, ঝিনাইদহে ৮৭ জন, কুষ্টিয়ায় ২০৫ জন, চুয়াডাঙ্গায় ১২৬ জন এবং মেহেরপুরে ৮১ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

এদিকে খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মো. বলেছেন, লকডাউন শিথিলের মধ্যে মানুষ যে ভাবে অবাধে স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। পশুর হাটসহ বিভিন্ন মার্কেট বিপণি কেন্দ্রে যাচ্ছে তাতে আগামীকে করোনা সংক্রমণ ভয়বহ পর্যায়ে যেতে পারে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত