গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
পানির অভাবে পাট জাগ দিতে পারছে না মেহেরপুরের গাংনীর কৃষকেরা। কোথাও পানি না পেয়ে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এ জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে চাষিদের।
উপজেলার করমদী গ্রামের পাট চাষি বাচ্চু মিয়া বলেন, ‘পানির অভাবে পাট জাগ দিতে পারছি না। তাই বাধ্য হয়ে ১৫ শ টাকা ভাড়া দিয়ে অন্যের পুকুরে পাট জাগ দিতে হচ্ছে। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের। সব কিছুরই খরচ বেড়ে গেছে। মজুরি খরচ জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তা ছাড়া পাটের ছাল ছাড়ানো, গাড়ি ভাড়া করে জমি থেকে পাট পুকুরে নেওয়া—সব মিলিয়ে পাট চাষে অনেক খরচ। তবে পাটের ভালো দাম পেলে লোকসান গুনতে হবে না চাষিদের।’
ঝোড়াঘাট গ্রামের পাট চাষি ইয়ারুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল খাল-বিল পুকুরে পানি জমবে। কিন্তু পরে আর বৃষ্টি হলো না। তাই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এভাবে পাট জাগ দিতে গিয়ে বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে আমাদের।’
দেবীপুর গ্রামের পুকুর মালিক মো. মিলন হোসেন বলেন, ‘পুকুরে এবার তেমন মাছ ছিল না। তাই যা ছিল ধরে বিক্রি করে দিয়েছি। বিঘাপ্রতি পাট জাগ দিতে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছি। পাটের মৌসুম চলে গেলে পুকুরের পানি শোধন করে আবার মাছ চাষ করব।’
পাট চাষি আব্দুর রশিদ বলেন, ‘পাট জাগ দিতে গিয়ে সিরিয়াল দিতে হচ্ছে। একজনের হয়ে গেল, তখন আরেকজন দিচ্ছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় অনেক পাট রাখা আছে। আবার অনেকে নিজের জমিতে গর্ত করে শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দিচ্ছে।’
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চাষি পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, পাট জাগ বা পচন দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে আছে পাট চাষিরা। পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে তাদের। তবে বৃষ্টি হলে এ দুর্ভোগ থাকবে না।’
পানির অভাবে পাট জাগ দিতে পারছে না মেহেরপুরের গাংনীর কৃষকেরা। কোথাও পানি না পেয়ে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এ জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে চাষিদের।
উপজেলার করমদী গ্রামের পাট চাষি বাচ্চু মিয়া বলেন, ‘পানির অভাবে পাট জাগ দিতে পারছি না। তাই বাধ্য হয়ে ১৫ শ টাকা ভাড়া দিয়ে অন্যের পুকুরে পাট জাগ দিতে হচ্ছে। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের। সব কিছুরই খরচ বেড়ে গেছে। মজুরি খরচ জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তা ছাড়া পাটের ছাল ছাড়ানো, গাড়ি ভাড়া করে জমি থেকে পাট পুকুরে নেওয়া—সব মিলিয়ে পাট চাষে অনেক খরচ। তবে পাটের ভালো দাম পেলে লোকসান গুনতে হবে না চাষিদের।’
ঝোড়াঘাট গ্রামের পাট চাষি ইয়ারুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগেও যেভাবে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল খাল-বিল পুকুরে পানি জমবে। কিন্তু পরে আর বৃষ্টি হলো না। তাই সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এভাবে পাট জাগ দিতে গিয়ে বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে আমাদের।’
দেবীপুর গ্রামের পুকুর মালিক মো. মিলন হোসেন বলেন, ‘পুকুরে এবার তেমন মাছ ছিল না। তাই যা ছিল ধরে বিক্রি করে দিয়েছি। বিঘাপ্রতি পাট জাগ দিতে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছি। পাটের মৌসুম চলে গেলে পুকুরের পানি শোধন করে আবার মাছ চাষ করব।’
পাট চাষি আব্দুর রশিদ বলেন, ‘পাট জাগ দিতে গিয়ে সিরিয়াল দিতে হচ্ছে। একজনের হয়ে গেল, তখন আরেকজন দিচ্ছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় অনেক পাট রাখা আছে। আবার অনেকে নিজের জমিতে গর্ত করে শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দিচ্ছে।’
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চাষি পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, পাট জাগ বা পচন দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে আছে পাট চাষিরা। পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে তাদের। তবে বৃষ্টি হলে এ দুর্ভোগ থাকবে না।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১ ঘণ্টা আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে