Ajker Patrika

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
নিহত সুফী শেখ। ছবি: সংগৃহীত
নিহত সুফী শেখ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মারামারি থামাতে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুফী শেখ (৩২)। তিনি ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস। সে সময় শাকেন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশী সুফী মারামারি ঠেকাতে গেলে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত