Ajker Patrika

ঘর ভেসে যাচ্ছিল মা-মেয়ের রক্তে

খাগড়াছড়ি প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৬: ২৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে এক বৃদ্ধ মা ও তাঁর মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আমেনা বেগম (৯০) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (৩৫)।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ঘরের মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরের দিকে রামগড় থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমিজমা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়িতে শুধু আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা ছিলেন। অন্য কোনো সদস্য বাড়িতে ছিলেন না।

এক প্রতিবেশী বলেন, ‘সকালে দরজা খোলা দেখে প্রথমে কিছুই বুঝতে পারিনি। ভেতরে ঢুকতেই দেখি রক্তে ভেসে আছে ঘর। এ রকম হত্যাকাণ্ড আগে কখনো দেখিনি।’

বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, নিহত আমেনা বেগমের ৫ ছেলের মধ্যে দুজন প্রবাসে এবং বাকিরা অন্যত্র বসবাস করেন। বাড়িতে বৃদ্ধ আমেনা এবং তাঁর মেয়ে রায়হানা থাকতেন। এ মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় তাঁদের দাফনের ব্যবস্থা করতে সমাজ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডি দলকেও খবর দেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত