খাগড়াছড়ি প্রতিনিধি
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ি দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সোমবার উপজেলার পুকুরঘাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সজীব চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের দীঘিনালা ইউনিটের নেতা চন্দন চাকমা। তিনি বলেন, ‘২০১১ সালের আজকের এই দিনে হাসিনা সরকার পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাসের মাধ্যমে পাহাড় ও সমতলের জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
ওই সরকারের পতন হলেও বাঙালি জাতীয়তা এখনো সংবিধানে বহাল রয়েছে। তাই নিজেদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও স্ব-স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির পানছড়িতেও চারটি সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশের আগে লোগাং করল্যাছড়ি স্কুলমাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি সীমান্ত সড়ক হয়ে বাবুড়াপাড়া বাজার ঘুরে সীমান্ত সড়ক ও দুধুকছড়ায় শেষ হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বরুন চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক সুবোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের অর্থ সম্পাদক মানিক পুদি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মিঠুন চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, ‘৭২-এর সংবিধানেও আমাদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি হয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ২০১১ সালে হাসিনা সরকার পুনরায় বাঙালি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।’ এই দেশের শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে যুবনেতা বরুন চাকমা বলেন, ‘আমরা পাহাড়িরা রাষ্ট্র কর্তৃক জাতিগত বৈষম্য ও নিপীড়নের শিকার। এই রাষ্ট্র স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের জাতিগত স্বীকৃতি দেয়নি।’
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ি দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সোমবার উপজেলার পুকুরঘাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সজীব চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের দীঘিনালা ইউনিটের নেতা চন্দন চাকমা। তিনি বলেন, ‘২০১১ সালের আজকের এই দিনে হাসিনা সরকার পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাসের মাধ্যমে পাহাড় ও সমতলের জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
ওই সরকারের পতন হলেও বাঙালি জাতীয়তা এখনো সংবিধানে বহাল রয়েছে। তাই নিজেদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও স্ব-স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির পানছড়িতেও চারটি সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশের আগে লোগাং করল্যাছড়ি স্কুলমাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি সীমান্ত সড়ক হয়ে বাবুড়াপাড়া বাজার ঘুরে সীমান্ত সড়ক ও দুধুকছড়ায় শেষ হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বরুন চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক সুবোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের অর্থ সম্পাদক মানিক পুদি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মিঠুন চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, ‘৭২-এর সংবিধানেও আমাদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি হয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ২০১১ সালে হাসিনা সরকার পুনরায় বাঙালি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।’ এই দেশের শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে যুবনেতা বরুন চাকমা বলেন, ‘আমরা পাহাড়িরা রাষ্ট্র কর্তৃক জাতিগত বৈষম্য ও নিপীড়নের শিকার। এই রাষ্ট্র স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের জাতিগত স্বীকৃতি দেয়নি।’
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৩ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৪ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে