Ajker Patrika

বৈসাবি উৎসবে মেতেছে পাহাড়

খাগড়াছড়ি প্রতিনিধি 
বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: আজকের পত্রিকা
বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতালরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে সর্বজনীন বৈসাবি উদ্‌যাপন কমিটির আয়োজনে শোভাযাত্রা শুরু হয়। শাপলা চত্বর হয়ে নিউজিল্যান্ড মাঠে গিয়ে শেষ হয়। পরে ত্রিপুরাদের গরিয়া নৃত্য পরিবেশন করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মিলন চাকমা ও পরান চাকমা বলেন, ‘আর চার দিন পর আমাদের ফুলি বিজু। তার আগে আগাম শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভালো লাগছে।’

জানতে চাইলে সর্বজনীন বৈসাবি উদ্‌যাপন কমিটির সমন্বয়ক ভুলাস ত্রিপুরা বলেন, ‘নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে এই আয়োজন। শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতালরা অংশ নিয়েছে। চেষ্টা করেছি সুন্দর শোভাযাত্রা করতে।’

এদিকে সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া বটতলায় মারমা জনগোষ্ঠীরদের তাঁত বুনন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। এতে মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা অংসিই মারমা, মাহা সাংগ্রাইং উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উচিমং মারমা, সদস্যসচিব নিয়ং মারমাসহ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...