পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।
১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।
১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৩ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৪ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে