জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনূর রহমান শাহিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষ হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
জানা যায়, এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার তরুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি পেয়েছেন ৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শাহনূর রহমান শাহিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেবল যুগ্ম-সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল জয়ী হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির তালিকাভুক্ত ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট দেন। পরে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আইযুব আলী, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম এবং গোলাম মওদুদ শাহরিয়ার।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনূর রহমান শাহিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষ হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
জানা যায়, এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার তরুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি পেয়েছেন ৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শাহনূর রহমান শাহিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেবল যুগ্ম-সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল জয়ী হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির তালিকাভুক্ত ১৯৭ জন ভোটারের মধ্যে ১৯১ জন ভোট দেন। পরে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আইযুব আলী, অর্থ সম্পাদক পদে এ কে এম আবু সুফিয়ান পলাশ, প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে রিনাত রেদৌসী রিনি, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মামুনুর রশীদ, নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মোমিন হামিদুল, সদস্য পদে নুরে আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম এবং গোলাম মওদুদ শাহরিয়ার।
ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুন নাহারের বিরুদ্ধে সেবার নামে ঘুষ-দুর্নীতি এবং অফিসের কর্মচারীদের নাজেহাল করার গুরুতর অভিযোগ উঠেছে। অফিসের কর্মচারী নাজমা আক্তার তাঁর বিরুদ্ধে নাজমুন নাহারের তোলা অপবাদের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কেঁদেছেন।
১২ মিনিট আগেকুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়ার ধর্মদহ এলাকা থেকে ৪০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জিয়াউল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের গাংনী ক্যাম্প। গতকাল রোববার রাতে দৌলতপুর উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা-দোকানির বসতবাড়িসহ দোকানঘরসংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...
২ ঘণ্টা আগেট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
২ ঘণ্টা আগে