ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে অন্তত ২ হাজার ঘরবাড়ি। এ সময় শিশুসহ আহত হয়েছেন শতাধিক মানুষ। উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঝড়ে ধান, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি উপজেলা কৃষি অফিস।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে শেষ হয় রাত ১০টার দিকে। এতে উপজেলার গাইবান্ধা, পাথর্শী, চিনাডুলী, নোয়ারপাড়া, পলবান্ধা, ইসলামপুর সদর ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে গুরুতর আহতরা হলেন গাইবান্ধা ইউনিয়নের গংগাপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে বিজয় (১৫), মেয়ে মোছা. ঋতু (৮), ডেঙ্গু শেখের ছেলে মেছের আলী (৫৬), ফুলবাসার বেগম (৭০) এবং শরবত আলীর এক বছর বয়সী ছেলে আবদুল হালিম। শিশু আবদুল হালিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, ঘরের ওপর পড়ে যাওয়া গাছ কেউ অপসারণ করছেন। কেউ আবার ঘরের উড়ে যাওয়া টিন কুড়াচ্ছেন। আবার কেউ কেউ ভাঙা ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ছাড়া অনেকেই ঘরের চাল খোঁজে পাচ্ছেন না।
গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর, পোড়ারচর, গংগাপাড়া গ্রামে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। নাপিতের চর বলিদাপাড়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম কালা মানিক বলেন, ‘আমার জীবনেও এ রকম ঝড় দেখিনি। মুহূর্তের মধ্যেই আমার দুটি ঘর লন্ডভন্ড হয়ে যায়। ঘরের চালে গাছ ও বাঁশের ঝাড় উপড়ে পড়ে। এতে অল্পের জন্য বেঁচে গেছি।’
গংগাপাড়া গ্রামের মিজান মিয়া বলেন, ‘আমার দোচালা টিনের ঘর উড়ে গেছে। খোঁজে পাওয়া যাচ্ছে না।’ পৌরশহরের দক্ষিণ কিংজাল্লা গ্রামের আকলিমা বেগম বলেন, ‘কোনো রকম বাচ্চাকাচ্চা নিয়ে বেঁচে গেছি। বাচ্চা খাচ্চা নিয়ে না খেয়ে আছি।’
একই এলাকার আবু হাসেম দুদু মিয়া বলেন, ‘ঝড়ের তাণ্ডব শুরু হলে আমার ঘরের ওপর ৩টি গাছ উপড়ে যায়। ঘরের ভেতরে আমিসহ পরিবারের ৫ সদস্য আটকা পড়ে যাই। পরে মোবাইল ফোনে আমার বড় ছেলেকে জানালে, সে এসে আমাদের উদ্ধার করে। এতে আমার নাতি দুজনই আহত হলে একজনকে সাতটি ও নাতনিকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।’
ঢেংগারগর নুরুল হুদা আলিম মাদ্রাসার টিনশেড ঘরে ভেঙে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। পাথর্শী ইউনিয়নের পশ্চিম ঢেংগারঘর গ্রামের সুজন শেখ বলেন, ‘ঝড়ে মুহূর্তের মধ্যেই সবকিছু লন্ডভন্ড করে ফেলে। আমার বাড়িতে বসবাস করার মতো ঘর নেই। এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।’
পৌর মেয়র আবদুল কাদের শেখ বলেন, ‘অন্তত ৬০০ পরিবারের বসতবাড়ি লন্ডভন্ড হয়েছে। নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছে।’ পাথর্শ্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘ঝড়ে আমাদের ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজ আহমেদ বলেন, ‘ঝড়ে আহত হওয়া ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত অবস্থায় ৬ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, ‘কালবৈশাখী ঝড়ে পৌর শহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমরা ক্ষয়ক্ষতির তালিকা করার প্রস্তুতি নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছি।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে অন্তত ২ হাজার ঘরবাড়ি। এ সময় শিশুসহ আহত হয়েছেন শতাধিক মানুষ। উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ঝড়ে ধান, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি উপজেলা কৃষি অফিস।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে শেষ হয় রাত ১০টার দিকে। এতে উপজেলার গাইবান্ধা, পাথর্শী, চিনাডুলী, নোয়ারপাড়া, পলবান্ধা, ইসলামপুর সদর ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে গুরুতর আহতরা হলেন গাইবান্ধা ইউনিয়নের গংগাপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে বিজয় (১৫), মেয়ে মোছা. ঋতু (৮), ডেঙ্গু শেখের ছেলে মেছের আলী (৫৬), ফুলবাসার বেগম (৭০) এবং শরবত আলীর এক বছর বয়সী ছেলে আবদুল হালিম। শিশু আবদুল হালিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, ঘরের ওপর পড়ে যাওয়া গাছ কেউ অপসারণ করছেন। কেউ আবার ঘরের উড়ে যাওয়া টিন কুড়াচ্ছেন। আবার কেউ কেউ ভাঙা ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এ ছাড়া অনেকেই ঘরের চাল খোঁজে পাচ্ছেন না।
গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর, পোড়ারচর, গংগাপাড়া গ্রামে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। নাপিতের চর বলিদাপাড়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম কালা মানিক বলেন, ‘আমার জীবনেও এ রকম ঝড় দেখিনি। মুহূর্তের মধ্যেই আমার দুটি ঘর লন্ডভন্ড হয়ে যায়। ঘরের চালে গাছ ও বাঁশের ঝাড় উপড়ে পড়ে। এতে অল্পের জন্য বেঁচে গেছি।’
গংগাপাড়া গ্রামের মিজান মিয়া বলেন, ‘আমার দোচালা টিনের ঘর উড়ে গেছে। খোঁজে পাওয়া যাচ্ছে না।’ পৌরশহরের দক্ষিণ কিংজাল্লা গ্রামের আকলিমা বেগম বলেন, ‘কোনো রকম বাচ্চাকাচ্চা নিয়ে বেঁচে গেছি। বাচ্চা খাচ্চা নিয়ে না খেয়ে আছি।’
একই এলাকার আবু হাসেম দুদু মিয়া বলেন, ‘ঝড়ের তাণ্ডব শুরু হলে আমার ঘরের ওপর ৩টি গাছ উপড়ে যায়। ঘরের ভেতরে আমিসহ পরিবারের ৫ সদস্য আটকা পড়ে যাই। পরে মোবাইল ফোনে আমার বড় ছেলেকে জানালে, সে এসে আমাদের উদ্ধার করে। এতে আমার নাতি দুজনই আহত হলে একজনকে সাতটি ও নাতনিকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।’
ঢেংগারগর নুরুল হুদা আলিম মাদ্রাসার টিনশেড ঘরে ভেঙে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। পাথর্শী ইউনিয়নের পশ্চিম ঢেংগারঘর গ্রামের সুজন শেখ বলেন, ‘ঝড়ে মুহূর্তের মধ্যেই সবকিছু লন্ডভন্ড করে ফেলে। আমার বাড়িতে বসবাস করার মতো ঘর নেই। এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।’
পৌর মেয়র আবদুল কাদের শেখ বলেন, ‘অন্তত ৬০০ পরিবারের বসতবাড়ি লন্ডভন্ড হয়েছে। নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছে।’ পাথর্শ্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘ঝড়ে আমাদের ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজ আহমেদ বলেন, ‘ঝড়ে আহত হওয়া ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত অবস্থায় ৬ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, ‘কালবৈশাখী ঝড়ে পৌর শহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমরা ক্ষয়ক্ষতির তালিকা করার প্রস্তুতি নিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছি।’
কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও নাগরিক সেবা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মানে। তীব্র জনবলসংকটে স্থবির হয়ে পড়েছে সেবা কার্যক্রম। ২৪২টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র ৬৭ জন। ফলে নগরীর ১২ লাখ বাসিন্দা প্রতিদিন ভোগান্তির মুখে পড়ছেন। তিন মেয়রের আমল ও প্রশাসকদের দায়িত্বকালেও
১ ঘণ্টা আগেগাইবান্ধা শহরের ভিএইড সড়কে অবস্থিত কেএন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬৩ বছর আগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির আশপাশে ঘনবসতি। সে হিসেবে শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থী ঠাসা থাকার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাত্র ৪০ জন শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে।
২ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর চর্থা এলাকার যে ঐতিহাসিক প্রাসাদ একসময় রাজপরিবারের গৌরবময় স্মৃতি বহন করত, আজ তা অবহেলা আর ভগ্নদশার চিহ্ন বহন করছে। তবে পরিস্থিতি বদলাতে যাচ্ছে শিগগির। সংস্কারের মাধ্যমে এই প্রাসাদ গড়ে তোলা হবে শিল্প ও সংগীতচর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে। বাংলার ভাটিয়ালি থেকে হিন্দি চলচ্চিত্রের কালজয়ী
২ ঘণ্টা আগেইলিশের ভরা মৌসুম শেষের দিকে। কিন্তু এবার মোকামে নেই আগের মতো ইলিশের দেখা; দামও অস্বাভাবিক। এসবের মধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে মা ইলিশ রক্ষায় আবারও ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এসব নিয়ে হতাশ জেলে, ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রশ্ন, ঝাঁকে ঝাঁকে ইলিশ কি এ বছর আর মিলবে না।
২ ঘণ্টা আগে