Ajker Patrika

হবিগঞ্জে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিএনপি নেতা আরিফ আহমদ রুপন এবং দলের আরেক নেতা হারিছ মিয়ার মধ্যে খাইঞ্জা নামের একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা চলছে। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী আজকের পত্রিকাকে বলেন, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত