Ajker Patrika

ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেনযোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এম এ মজিদ নামে এক যাত্রী বলেন, ‘সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকিট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান। এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত