শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জহির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে জহিরকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জহির ডায়াবেটিস ও হৃদ্রোগে ভুগছিলেন বলে দাবি করেন জেল সুপার।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় হওয়া একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হন।
জহিরুলের বাবা মজিবুর রহমান বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাতে আমার ছেলেকে শ্রীপুর থানা-পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ থানায় নিয়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে সে গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিল।’
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
গাজীপুরের শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জহির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে জহিরকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জহির ডায়াবেটিস ও হৃদ্রোগে ভুগছিলেন বলে দাবি করেন জেল সুপার।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় হওয়া একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হন।
জহিরুলের বাবা মজিবুর রহমান বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাতে আমার ছেলেকে শ্রীপুর থানা-পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ থানায় নিয়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে সে গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিল।’
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
রাজধানীর খিলক্ষেত থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেকুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজে শনাক্ত কবিরাজ মাওলানা আব্দুর রবকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। র্যাব-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, তাঁকে জিজ্ঞাস
৪ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামের হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর এলাকার দক্ষিণ সুজাপুর এলাকার ছোট যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঅভিভাবকদের অভিযোগ, সুযোগ পেলেই তিনি শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সবশেষ গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন।
১৩ মিনিট আগে