গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ঠান্ডারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাজহারুল ইসলাম (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাসেন আলীর ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক।
মাজহারুল ইসলামের সহকর্মী মামুন বলেন, ‘আমরা পাঁচজন শ্রমিক বাঁশবাড়ি গ্রামের ৩০০ মিটার ইট সলিং রাস্তার নির্মাণকাজ শুরু করি। বেলা সাড়ে ১১টার দিকে মাজহারুল ও আমি খুবই গরম অনুভব করলে রাস্তার পাশের খননকৃত একটি নতুন পুকুর পাড়ে যায়। এরপর মাজহারুল আগে পুকুরে নামে। এ সময় সে ডুবে যায়। এরপর আমিও পানিতে নেমে তাকে খোঁজ করতে থাকি। কিন্তু তাকে খোঁজে পাইনি। এরপর আমি দৌড়ে এসে আমাদের অন্য লোকজন ও স্থানীয়দের ডেকে বিষয়টি জানায়।’
রাস্তা নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার আব্দুল হক বলেন, বাঁশবাড়ি গ্রামে ৩০০ মিটার ইট সলিং রাস্তা নির্মাণের জন্য পাঁচজন শ্রমিক কাজ করছে। দুজন শ্রমিকের গরম অনুভব হলে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে একজন শ্রমিক নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা পুকুরের পানিতে ডুবিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা হাসেন আলী বলেন, ‘দৈনিক ৫০০ টাকায় ছেলে নির্মাণ শ্রমিকের কাজ করত। প্রতিদিন সকালে বাড়ি থেকে কাজে বের হয়ে সন্ধ্যায় আবার কোনো দিন রাতে বাড়ি ফিরত। দুপুরের দিকে ঠিকাদার ফোন করে জানালেন দ্রুত বাঁশবাড়ি আসেন। এরপর দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসে জানতে পারলাম আমার ছেলে পুকুরে ডুবে নিখোঁজ। কতক্ষণ পর লাশ তুলে আনল।’
হাসেন আলী আরও বলেন, ‘ছেলের রোজগারের টাকায় চলত আমার সংসার। আমার ছেলের সালমান নামে আট মাস বয়সী একটি শিশুপুত্র আছে। এখন কে দেখবে তাঁর শিশুপুত্র স্ত্রী আর আমাদের।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইদ্রিস আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তায় কাজ করার সময় দুই শ্রমিক পুকুরে গোসল করতে যায়। এ সময় একজন শ্রমিক নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, পুকুরটি স্থানীয় বাসিন্দা নূরুল ইসলামের, পুকুরটি কমপক্ষে ২০ ফুট গভীর। ঘটনার পরপরই শ্রীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই স্থানীয় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের ঠান্ডারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাজহারুল ইসলাম (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাসেন আলীর ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক।
মাজহারুল ইসলামের সহকর্মী মামুন বলেন, ‘আমরা পাঁচজন শ্রমিক বাঁশবাড়ি গ্রামের ৩০০ মিটার ইট সলিং রাস্তার নির্মাণকাজ শুরু করি। বেলা সাড়ে ১১টার দিকে মাজহারুল ও আমি খুবই গরম অনুভব করলে রাস্তার পাশের খননকৃত একটি নতুন পুকুর পাড়ে যায়। এরপর মাজহারুল আগে পুকুরে নামে। এ সময় সে ডুবে যায়। এরপর আমিও পানিতে নেমে তাকে খোঁজ করতে থাকি। কিন্তু তাকে খোঁজে পাইনি। এরপর আমি দৌড়ে এসে আমাদের অন্য লোকজন ও স্থানীয়দের ডেকে বিষয়টি জানায়।’
রাস্তা নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার আব্দুল হক বলেন, বাঁশবাড়ি গ্রামে ৩০০ মিটার ইট সলিং রাস্তা নির্মাণের জন্য পাঁচজন শ্রমিক কাজ করছে। দুজন শ্রমিকের গরম অনুভব হলে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে একজন শ্রমিক নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা পুকুরের পানিতে ডুবিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা হাসেন আলী বলেন, ‘দৈনিক ৫০০ টাকায় ছেলে নির্মাণ শ্রমিকের কাজ করত। প্রতিদিন সকালে বাড়ি থেকে কাজে বের হয়ে সন্ধ্যায় আবার কোনো দিন রাতে বাড়ি ফিরত। দুপুরের দিকে ঠিকাদার ফোন করে জানালেন দ্রুত বাঁশবাড়ি আসেন। এরপর দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসে জানতে পারলাম আমার ছেলে পুকুরে ডুবে নিখোঁজ। কতক্ষণ পর লাশ তুলে আনল।’
হাসেন আলী আরও বলেন, ‘ছেলের রোজগারের টাকায় চলত আমার সংসার। আমার ছেলের সালমান নামে আট মাস বয়সী একটি শিশুপুত্র আছে। এখন কে দেখবে তাঁর শিশুপুত্র স্ত্রী আর আমাদের।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইদ্রিস আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রাস্তায় কাজ করার সময় দুই শ্রমিক পুকুরে গোসল করতে যায়। এ সময় একজন শ্রমিক নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, পুকুরটি স্থানীয় বাসিন্দা নূরুল ইসলামের, পুকুরটি কমপক্ষে ২০ ফুট গভীর। ঘটনার পরপরই শ্রীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই স্থানীয় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মা খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম রবি চন্দ্র ভদ্র (৪২)।
২৬ মিনিট আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগ, আহত শিক্ষার্থীদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশসহ ৭ দফা দাবিতে ২৪ ঘণ্টা ধরে অনশনে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
১ ঘণ্টা আগেনান্দাইলের আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর এলাকার বাসিন্দা ইনতাজ আলী ব্যাপারী প্রায় ৩০ বছর ধরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে বয়সজনিত কারণে তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। গত পাঁচ বছরে ছয়জনের কাছে পাওনা ২৫ হাজার টাকা ফেরত পেতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি এলাকায় রেলপথের ৮১ নম্বর গেটে গাছের গুঁড়ি ফেলে রেখে আলগী ইউনিয়নবাসী বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকে পড়েছে।
২ ঘণ্টা আগে