ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন মা। পাশেই বিছানায় কাঁদছিল তিন মাসের কন্যাশিশুটি। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে এ দৃশ্য দেখেন। গৃহবধূর স্বামীকে জানালে তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখেন মারা গেছেন। আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত উম্মে কুলসুম (২৬) বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ফজলুল হকের স্ত্রী। বরকুল গ্রামের নিজামুল হকের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
নিহতের স্বামী ফজলুল হক জানান, সকাল থেকে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে ঘরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখতে পান তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, কুলসুমের প্রথম সংসারে আবুবক্কর নামের ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। আর তাদের দাম্পত্য জীবনে তিন মাস বয়সী এক কন্যা মুসফিকা রয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘরে শিশুর চিৎকার শুনতে পান পাশের ঘরের বাসিন্দা। ঘরে গিয়ে দেখতে পান কুলসুম ফাঁসিতে ঝুলে আছেন। খবর দিলে তাঁর স্বামী এসে ঝুলন্ত অবস্থা থেকে নামান। হাসপাতালে নিতে চাইলে দেখতে পান কুলসুম মারা গেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন মা। পাশেই বিছানায় কাঁদছিল তিন মাসের কন্যাশিশুটি। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে এ দৃশ্য দেখেন। গৃহবধূর স্বামীকে জানালে তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখেন মারা গেছেন। আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত উম্মে কুলসুম (২৬) বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ফজলুল হকের স্ত্রী। বরকুল গ্রামের নিজামুল হকের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।
নিহতের স্বামী ফজলুল হক জানান, সকাল থেকে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে ঘরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখতে পান তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, কুলসুমের প্রথম সংসারে আবুবক্কর নামের ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। আর তাদের দাম্পত্য জীবনে তিন মাস বয়সী এক কন্যা মুসফিকা রয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘরে শিশুর চিৎকার শুনতে পান পাশের ঘরের বাসিন্দা। ঘরে গিয়ে দেখতে পান কুলসুম ফাঁসিতে ঝুলে আছেন। খবর দিলে তাঁর স্বামী এসে ঝুলন্ত অবস্থা থেকে নামান। হাসপাতালে নিতে চাইলে দেখতে পান কুলসুম মারা গেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
৩৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
৪৩ মিনিট আগে