গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে মুখোশ পরা দুর্বত্তরা মোটরসাইকেল মহড়া দিয়ে হামলা, পেট্রল ছিটিয়ে আগুন ও কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামে আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেন।
মো. নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। তিনি বর্তমান শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নূরে আলম মোল্লা বলেন, ‘গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটের সময় গ্রামীণ ফোনের একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। রিসিভ করতেই আক্তার খান পরিচয় দিয়ে আমার বাড়িতে আসতে চায়। তাকে সকালে আসতে বলি। এরপর ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় একই ফোনে অপর এক ব্যক্তি হাছান খন্দকার পরিচয় দিয়ে গালি দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। একই নম্বর থেকে রাত ১২টা ২৯ মিনিটে পুনরায় ফোন করে। এ সময় আমি ওই ব্যক্তিকে বলি, আমি বাড়ির বাইরে আছি। এরপর ফোন কেটে দেয়।’
তিনি আরও বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আসে। আমার বাসার মূল ফটকে একটি গুলি করে। গুলির শব্দ শুনে ঘর থেকে বের হতে চাইলে আরও দুটি গুলি করে। আমি অন্য গেট দিয়ে বের হতে চাইলে সন্ত্রাসীরা ওই গেটে ছয়টি গুলি করে। এ সময় পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গুলিতে আমার বাসার একটি কাচের দরজা ও বারান্দার গ্রিল ছিদ্র হয়ে যায়। একাধিক গুলি ঘরের দেয়ালে লেগে ক্ষত হয়। আগুনে বারান্দায় থাকা চেয়ার-টেবিল ও পোষা পাখি পুড়ে গেছে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাত ৪টার দিকে শ্রীপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনাস্থলে এসে ছয়টি গুলির খোসা উদ্ধার করেন।’
নূরে আলম মোল্লার ছেলে আবির হাসান বলেন, ‘গুলির শব্দ শুনে আব্বু বের হতে চাইলে আব্বুকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এরপর আমরা আব্বুকে জাপটে ধরে রাখি। সিসিটিভি ক্যামেরার ফুটেছে দেখা যায় বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা একে একে ৯ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একজন পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে আমাদের বাসার আসবাবপত্র ও পোষা পাখি পুড়ে ছাই হয়ে গেছে।’
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে মুখোশ পরা দুর্বত্তরা মোটরসাইকেল মহড়া দিয়ে হামলা, পেট্রল ছিটিয়ে আগুন ও কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামে আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেন।
মো. নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। তিনি বর্তমান শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নূরে আলম মোল্লা বলেন, ‘গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটের সময় গ্রামীণ ফোনের একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। রিসিভ করতেই আক্তার খান পরিচয় দিয়ে আমার বাড়িতে আসতে চায়। তাকে সকালে আসতে বলি। এরপর ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় একই ফোনে অপর এক ব্যক্তি হাছান খন্দকার পরিচয় দিয়ে গালি দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। একই নম্বর থেকে রাত ১২টা ২৯ মিনিটে পুনরায় ফোন করে। এ সময় আমি ওই ব্যক্তিকে বলি, আমি বাড়ির বাইরে আছি। এরপর ফোন কেটে দেয়।’
তিনি আরও বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আসে। আমার বাসার মূল ফটকে একটি গুলি করে। গুলির শব্দ শুনে ঘর থেকে বের হতে চাইলে আরও দুটি গুলি করে। আমি অন্য গেট দিয়ে বের হতে চাইলে সন্ত্রাসীরা ওই গেটে ছয়টি গুলি করে। এ সময় পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গুলিতে আমার বাসার একটি কাচের দরজা ও বারান্দার গ্রিল ছিদ্র হয়ে যায়। একাধিক গুলি ঘরের দেয়ালে লেগে ক্ষত হয়। আগুনে বারান্দায় থাকা চেয়ার-টেবিল ও পোষা পাখি পুড়ে গেছে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাত ৪টার দিকে শ্রীপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনাস্থলে এসে ছয়টি গুলির খোসা উদ্ধার করেন।’
নূরে আলম মোল্লার ছেলে আবির হাসান বলেন, ‘গুলির শব্দ শুনে আব্বু বের হতে চাইলে আব্বুকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এরপর আমরা আব্বুকে জাপটে ধরে রাখি। সিসিটিভি ক্যামেরার ফুটেছে দেখা যায় বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা একে একে ৯ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একজন পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে আমাদের বাসার আসবাবপত্র ও পোষা পাখি পুড়ে ছাই হয়ে গেছে।’
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
৪ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
৫ ঘণ্টা আগে