গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী একটি পিকআপের ওপর মাটিবোঝাই ট্রাক উঠে চালক ও সহকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত একজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
নিহতেরা হলেন পিকআপের চালক মো. আরিফুল ইসলাম (২০)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার ফরিদপুর গ্রামের ইসলাম উদ্দিন মোল্লার ছেলে। অপরজন তাঁর সহকারী জসিম উদ্দিন মোল্লা (২৮)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজানপাড়া এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে। আহত হয়েছেন সেলিম নামের এক ব্যক্তি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। বাকি দুজনের মধ্যে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন ব্যক্তির নাম সেলিম।’
মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘শনিবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকামুখী লেনে মুরগিবোঝাই একটি পিকআপকে একটি মাটি বোঝাই ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাকটি মুরগীবাহি পিকআপের ওপর উঠে যায়। এতে মুরগিবাহী পিকআপের তিনজন চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে নিহতদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী একটি পিকআপের ওপর মাটিবোঝাই ট্রাক উঠে চালক ও সহকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত একজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।
নিহতেরা হলেন পিকআপের চালক মো. আরিফুল ইসলাম (২০)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার ফরিদপুর গ্রামের ইসলাম উদ্দিন মোল্লার ছেলে। অপরজন তাঁর সহকারী জসিম উদ্দিন মোল্লা (২৮)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজানপাড়া এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে। আহত হয়েছেন সেলিম নামের এক ব্যক্তি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। বাকি দুজনের মধ্যে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন ব্যক্তির নাম সেলিম।’
মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘শনিবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকামুখী লেনে মুরগিবোঝাই একটি পিকআপকে একটি মাটি বোঝাই ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাকটি মুরগীবাহি পিকআপের ওপর উঠে যায়। এতে মুরগিবাহী পিকআপের তিনজন চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে নিহতদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১৩ ঘণ্টা পর লালমনিরহাট-সান্তাহার-ঢাকা রেল যোগাযোগ ফের চালু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
২ মিনিট আগেকয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত লিওন বেকারির মালিক ও বিএনপি নেতা আনিছুরের খোঁজে তার বেকারিতে প্রবেশ করে। এসময় তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নালিতাবাড়ী থানা-পুলিশের একজন এএসআই, একজন কনস্টেবল এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায়
৩ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভা এলাকায় ২০১৯-২০ অর্থবছরে বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় সরকার। এ জন্য ২৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৪৬৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি সরবরাহের জন্য ১৩৮ কিলোমিটার পাইপ ও ১০টি পাম্প হাউস স্থাপন করার কথা ছিল।
১০ ঘণ্টা আগে