Ajker Patrika

গাজীপুরে ওভারটেক করতে গিয়ে পিকআপের ওপর ট্রাক, নিহত ২ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৩: ৫৫
গাজীপুরে ওভারটেক করতে গিয়ে পিকআপের ওপর ট্রাক, নিহত ২ 

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী একটি পিকআপের ওপর মাটিবোঝাই ট্রাক উঠে চালক ও সহকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত একজন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম।

নিহতেরা হলেন পিকআপের চালক মো. আরিফুল ইসলাম (২০)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার ফরিদপুর গ্রামের ইসলাম উদ্দিন মোল্লার ছেলে। অপরজন তাঁর সহকারী জসিম উদ্দিন মোল্লা (২৮)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজানপাড়া এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে। আহত হয়েছেন সেলিম নামের এক ব্যক্তি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। বাকি দুজনের মধ্যে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন ব্যক্তির নাম সেলিম।’ 

মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘শনিবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকামুখী লেনে মুরগিবোঝাই একটি পিকআপকে একটি মাটি বোঝাই ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই ট্রাকটি মুরগীবাহি পিকআপের ওপর উঠে যায়। এতে মুরগিবাহী পিকআপের তিনজন চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে নিহতদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত