গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর এক ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে পোশাককর্মী শেখা বেগমের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবুল হোসেন (৪৭)। তাঁরা ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ইসলামপুর এলাকার তালাবদ্ধ ঘর থেকে শেখা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শেখা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ওই বাসাতেই স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গ্রেপ্তার মো. আবুল হোসেন (৪৭) দিনাজপুর জেলার কাহারোল থানার তারগাঁও ইউপির কাঠনা এলাকার বাসিন্দা।
আবুল হোসেনের বরাতে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জানান, গত ২২ অক্টোবর সকালে শিখা বেগম আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। আবুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে শিখা বেগম তাঁকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরেন। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাঁকে যেতে না দিয়ে রুমের ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা চেপে ধরেন। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর মরদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে পালিয়ে যায়।
ফাহিম আসজাদ আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসন থানার চৌকস টিম মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরীর এক ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে পোশাককর্মী শেখা বেগমের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবুল হোসেন (৪৭)। তাঁরা ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ইসলামপুর এলাকার তালাবদ্ধ ঘর থেকে শেখা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শেখা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ওই বাসাতেই স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গ্রেপ্তার মো. আবুল হোসেন (৪৭) দিনাজপুর জেলার কাহারোল থানার তারগাঁও ইউপির কাঠনা এলাকার বাসিন্দা।
আবুল হোসেনের বরাতে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জানান, গত ২২ অক্টোবর সকালে শিখা বেগম আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। আবুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে শিখা বেগম তাঁকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরেন। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাঁকে যেতে না দিয়ে রুমের ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা চেপে ধরেন। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর মরদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে পালিয়ে যায়।
ফাহিম আসজাদ আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসন থানার চৌকস টিম মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
৩২ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৩৭ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে