সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ডিপো নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে শহরের মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গতকাল মধ্যরাতে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী বাস কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন। উভয় পক্ষে দুই মাসের মধ্যে ডিপো সরানোর বিষয়ে সমঝোতা হয়। তবে শনিবার রাতে বিষয়টি নিয়ে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, মুক্তাঝিল আবাসিক এলাকায় অবৈধভাবে নীলাচল পরিবহনের অর্ধশতাধিক বাসের ডিপো রয়েছে। ফলে এই এলাকায় প্রায়ই জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এই টার্মিনালকে কেন্দ্র করে মাদক ও ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, ‘গত রাতে মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রতিবাদ জানালে বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাস সময় নেন। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবালের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। হামলায় ফিরোজ নামের এক নেতাকে কুপিয়ে আহত করা হয় এবং ইসমাইল নামের অন্য একজনকে তুলে নিয়ে মারধর করা হয়। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
স্বেচ্ছাসেবক দলের এই নেতা আরও বলেন, ‘ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা নেন। আমরা ডিপো সরানোর দাবি জানালে তিনি তাঁর বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করেন। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি গতকাল অসুস্থ ছিলাম। তবে শুনেছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছিলেন।’
নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আমাদের গাড়ি মসজিদের কার্নিশ ভেঙে দেয়। মিস্ত্রি দিয়ে ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও কয়েকজন আহত হই।’
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ডিপো নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে শহরের মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গতকাল মধ্যরাতে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী বাস কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন। উভয় পক্ষে দুই মাসের মধ্যে ডিপো সরানোর বিষয়ে সমঝোতা হয়। তবে শনিবার রাতে বিষয়টি নিয়ে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, মুক্তাঝিল আবাসিক এলাকায় অবৈধভাবে নীলাচল পরিবহনের অর্ধশতাধিক বাসের ডিপো রয়েছে। ফলে এই এলাকায় প্রায়ই জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এই টার্মিনালকে কেন্দ্র করে মাদক ও ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, ‘গত রাতে মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রতিবাদ জানালে বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাস সময় নেন। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবালের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। হামলায় ফিরোজ নামের এক নেতাকে কুপিয়ে আহত করা হয় এবং ইসমাইল নামের অন্য একজনকে তুলে নিয়ে মারধর করা হয়। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
স্বেচ্ছাসেবক দলের এই নেতা আরও বলেন, ‘ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা নেন। আমরা ডিপো সরানোর দাবি জানালে তিনি তাঁর বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করেন। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি গতকাল অসুস্থ ছিলাম। তবে শুনেছি, স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছিলেন।’
নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আমাদের গাড়ি মসজিদের কার্নিশ ভেঙে দেয়। মিস্ত্রি দিয়ে ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও কয়েকজন আহত হই।’
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে