Ajker Patrika

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর হামলা, ফাঁকা গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি 
আহত ঠিকাদার রানা আহাম্মদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ছবি: আজকের পত্রিকা
আহত ঠিকাদার রানা আহাম্মদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে রক্ষায় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দুটি পিস্তল দিয়ে অন্তত চার-পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

আজ সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গেছে, রানা আহাম্মদ সদর উপজেলার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।

হাসান সাদিক নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। ভয়ে তাঁর কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল দুটি রিভলবার দিয়ে চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’

রানা আহাম্মেদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। সেই দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, রানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার খবর পেয়েছি। তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত