Ajker Patrika

বিএনপির পদত্যাগকারী এমপিদের সুযোগ-সুবিধা জানতে চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৬: ৫২
বিএনপির পদত্যাগকারী এমপিদের সুযোগ-সুবিধা জানতে চেয়ে নোটিস

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যরা কে কী সুযোগ-সুবিধা নিয়েছেন, তা জানতে চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এই নোটিস পাঠান। 

সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, গণপূর্ত সচিব, এনবিআরের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ছয়জনকে এই নোটিস পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান সুমন। 

ব্যারিস্টার সুমন বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা মেয়াদ শেষ হওয়ার ১৪ মাস আগেই পদত্যাগ করেছেন। কিন্তু এমপি হিসেবে তারা প্লট, গাড়িসহ যেসব সুবিধা নিয়েছেন এবং তা ফেরত দেবেন কী না তা জানতে চেয়েছি নোটিশে। তাঁরা তো শপথ নিয়েছিলেন দায়িত্ব পালন করার বিষয়ে। এখন যেহেতু তারা কাজ করবেন না, তাই সুবিধা ব্যবহার করবেন কী না এটা জানা দরকার।’ 

এর আগে গত শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। পরে রোববার আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পরে গতকাল রোববার রাতেই পদত্যাগ করা বিএনপির ছয় এমপির সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

পদত্যাগ করা বিএনপির এমপিরা হলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য রুমিন ফারহানা। সাতজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদকে ই-মেইলের স্ক্যান করা স্বাক্ষর বদলে নতুন করে সই করা পদত্যাগপত্র দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত